খেলাধুলা ডেস্ক ।। ফিফার দুই শীর্ষ কর্মকর্তাকে বৃহস্পতিবার ভোরে জুরিখের এক হোটেল থেকে গ্রেফতার করা হয়েছে। মিলিয়ন-মিলিয়ন ডলার ঘুষ লেনদেনের সঙ্গে এরা জড়িত বলে সন্দেহ করা হচ্ছে। জুরিখের ফিফা সদর দপ্তরে সংস্থাটির সংস্কার বিষয়ে নির্বাহী কমিটির দুদিনব্যাপি সভা চলাকালেই এ গ্রেপ্তার। ফিফা পরিচালনা পর্ষদ যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের নেয়া এই পদক্ষেপ সম্পর্কে জ্ঞাত বলে জানিয়েছে। যুক্তরাষ্ট্রের তদন্ত প্রক্রিয়া যা, সুইস আইনে অনুমেদিত এবং সুইস অ্যাটর্নি জেনারেলের অফিস যে তদন্ত করছে তাতে ফিফা পুরোপুরি সহযোগিতা করে যাবে। তবে গতকালের ঘটনায় ফিফা আর কোন মন্তব্য করবে না। মে মাসে এই হোটেল থেকে ফিফার দুই ভাইস প্রেসিডেন্টসহ সাত কর্মকর্তাকে যুক্তরাষ্ট্র তদন্ত সংস্থার অনুরোধে গ্রেফতার করা হয়। সুইস ফেডারেল অফিস অব জাস্টিস জানায়, গ্রেফতার হওয়া দুই ব্যাক্তি ল্যাটিন আমেরিকায় অনুষ্ঠিত বিশ্বকাপ বাছাইসহ বিভিন্ন টুর্নামেন্টর বিপন্ন স্বত্ত্ব বিক্রিতে অর্থ নিয়েছে। দিনের পরের দিকে আদালতে শুনানি শেষে তাদের নাম প্রকাশ করা হবে। ২০১৮ ও ২০২২ সালের ফিফা বিশ্বকাপ আয়োজক নির্ধারণ প্রক্রিয়া খতিয়ে দেখতে বছরের শুরুতে যুক্তরাষ্ট্রের পাশাপাশি তদন্ত শুরু করে সুইস অপরাধ তদন্ত সংস্থা। এরই মধ্যে অনৈতিক লেনদেনের কারণে ফিফা প্রেসিডেন্ট সেপ ব্লাটার এবং ইউয়েফা প্রেসিডেন্ট মিশেলণ প্লাতিনি তিন মাসের জন্য নিষিদ্ধ হন।