দশমীঘাটে ভোটের প্রচারে মূখ্যমন্ত্রী

cmদেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ০৩ ডিসেম্বর ।। আগরতলা পুর নিগম দখলের যুদ্ধে এমুহূর্তে আগরতলায় ভাষনে, মিছিলের প্রতিধ্বনি। সবদলের মুখেই এক ‘রা’ – জিতব আমরাই – কে জিতবে জানতে আর কয়েকদিনের অপেক্ষাতেই জানা যাবে। রাজ্যে ক্ষমতাসীন দলের তরফে যে কোনো নির্বাচনেই জয়ের নকশায় মূল ভূমিকায় অবতীর্ণ হন রাজ্যের মূখ্যমন্ত্রী। আগরতলা পুর নিগম, পুর পরিষদ আর নগর পঞ্চায়েতের ভোটে জয়ের পথ সুগম করতে ময়দানে নেমে পড়েছেন মূখ্যমন্ত্রী। হিসেব নিকেশ করেই বাছা হয়েছে মূখ্যমন্ত্রীর জনসভার স্থান। বৃহস্পতিবার আগরতলা পুর নিগমের ভোটকে সামনে রেখে রাজ্যের মূখ্যমন্ত্রী দশমীঘাটে জনসভায় মানুষকে আহবান জানিয়েছেন উন্নয়ন, অগ্রগতির স্বার্থে বামফ্রন্টকে পূণরায় ভোট দিতে। দশমীঘাটে জনসভায় মূখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক রতন দাস সহ অন্যান্যরা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*