শিরোনামে অর্ণব – বিমল

Untitled-1দেবজিত চক্রবর্তী, আগরতলা২১ সেপ্টেম্বর ।। রাজ্যের মুখ্যমন্ত্রী যখন সামাজিক অবক্ষয় আর দুর্নীতির বিরুদ্ধে মানুষকে প্রতিবাদী ভুমিকায় অবতীর্ণ হতে আহ্বান জানাচ্ছে – সেই রাজ্যেই এক শ্রেনীর সরকারী কর্মচারী অর্থ আত্মসাতের প্রতিযোগীতার মধ্য দিয়ে কোটি, কোটি টাআ গায়েব করে দিচ্ছে। কামাইয়ের রেসে আপাততঃ অর্ণব চক্রবর্তী আর বিমল চক্রবর্তীর নাম শিরোনামে। দপ্তরে দপ্তরে বিশাল বিশাল চুরি পর্ব উদ্ঘাটন নিয়ে রাজ্যের মানুষ শংকিত হয়ে পড়েছেন আত্মসাতের বহর দেখে। জেলে বসে অর্ণব চক্রবর্তী কামাইয়ের গল্পে সহ খেলোয়াড়দের নাম বলেছেন আর সঙ্গে সঙ্গে চলছে পুলিশী হানাদারি।

অন্য দিকে বিশালগড় ব্লকে ১৭ কোটি টাকা হজমের সত্যতা সরকারী অডিটে উঠে আসার পরবর্তীতে সরকারী তরফে আইনের কড়া নাড়া নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। বিশালগড়ে প্রাক্তন বিডিও বিমল চক্রবর্তী এবং চারজন ইমপ্লিমেন্টিং অফিসারের নামে মামলা দায়ের করা হয়েছে কিন্তু এখনও কাউকেই গ্রেফতার করেনি বিশালগড় থানার পুলিশ। বিশালগড় ব্লকের মেগা অর্থ দোহন পর্ব নিয়ে বিরোধী রাজ্য কংগ্রেস পুরো ঘটনা উন্মোচনে CBI তদন্তের দাবী জানিয়েছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*