নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ০৪ ডিসেম্বর ।। শুক্রবার রাণীরবাজারে পুর ভোট প্রচারে গিয়ে উন্নয়ন থেকে বিকল্পের কথায় ভোট চাইছেন CPI(M)-র পলিটবূরোর সদস্য তথা রাজ্যে মূখ্যমন্ত্রী মানিক সরকার। ঐদিন রাণীরবাজা ধান চৌমুহনীতে আয়োজিত এক জনসভায় ভাষন রাখেন মূখ্যমন্ত্রী। রাণীরবাজার পুর পরিষদের বামফ্রন্ট মনোনীত প্রার্থীদের সমর্থনে আয়োজিত এই জনসভায় মূখ্যমন্ত্রী কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করেন। জনসভায় মূখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন এডিসির CEM রাধাচরণ দেববর্মা, জিরানীয়া মহকুমা কমিটির সম্পাদক মধুসূদন দাস সন অন্যান্যরা।