ভোটের প্রচারে CITU

cituদেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ০৫ ডিসেম্বর ।। দল জেতাতে বামেদের সব সংগঠনই ময়দানে অবতীর্ণ হয়েছে। শেষ বেলায় ঝরের গতিতে প্রচার শুরু হয়েছে শহরে। শনিবার, CPI(M)-র শ্রমিক সংগঠন CITU এর নেতৃত্বে শহরে আগরতলা পুর নিগমে CPI(M)-র জন্য ভোট প্রার্থনা করে পদব্রজে মিছিল প্রদক্ষিন করেছে বিভিন্ন পথ।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*