দেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ০৬ ডিসেম্বর ।। ‘এনেছিলে সাথে করে মৃত্যুহীন প্রাণ, মরনে তাহাই তুমি করে গেলে দান’ – ডঃ বি.আর. আম্বেদকরের তিরোধান দিবসে “নিউজ আপডেট অব ত্রিপুরা ডট কম” বিনম্র শ্রদ্ধা জানাচ্ছে ভারতের এই মহান ব্যক্তিত্বকে। জাতের নামে মানুষকে নিস্পেষন, অধিকার থেকে বঞ্চনার বিরুদ্ধে পিছিয়ে পড়া মানুষকে জাগ্রত করেছিলেন ডঃ বি.আর. আম্বেদকর, গোটা জীবন উৎসর্গ করেছেন মানুষের আত্মমর্যাদা প্রতিষ্ঠার লড়াইয়ে। দেশের সংবিধান রচনার ক্ষেত্রে বিরাট ভূমিকা ছিল ডঃ বি.আর. আম্বেদকরে।
ভারতের এই লড়াকু সন্তানের ৬০তম তিরোধান দিবস উদযাপন হয়েছে রাজ্যে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে। উজ্জয়ন্ত প্রাসাদ প্রাঙ্গনে ডঃ ভিমরাও রামজী আম্বেদকরে মর্মর মূর্তিতে পুস্পার্ঘ্য অর্পণ করে বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। ত্রিপুরা তপশিলী জাতি কল্যান দপ্তর আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিল বিভিন্ন স্কুলের প্রচুর ছাত্রছাত্রী সহ গন্যমান্য ব্যক্তিরা।