দেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ০৭ ডিসেম্বর ।। সাম্প্রতিক অতীতের ত্রিপুরায় যে কোনো নির্বাচনের ফলাফল অনুসারে যদি হিসেব হয় তবে আগরতলা পুর নিগমের ক্ষমতা কার দখলে যাচ্ছে সেই হিসেব ভোটার মাত্রই করতে পারবেন। তবে গনরায় বলে কথা –শেষ না দেখে আগাম মন্তব্যে নারাজ পোড় খাওয়া ভোট বিশেষজ্ঞরা। আগরতলা পুর নিগমের ভোটের প্রচারে সাংগঠনিক শক্তিতে বামফ্রন্ট দাপটের মধ্যেই অন্যান্য দলগুলো সাধ্যমত চেষ্টা চালিয়েছে। কংগ্রেস, বিজেপি’র সঙ্গে শেষ বেলায় তৃণমূলও জানান দিয়েছে ময়দানে আমরাও আছি। সাংবিধানিক নিয়মেই সোমবার আগরতলা পুর নিগমের সশব্দ প্রচারের অবসান হয়েছে প্রার্থীদের অন্যরকম টেনশান পর্ব শুরু হলো বলাই বাহুল্য। সব দলের কথাই শুনেছেন শহরবাসী, ৯ই ডিসেম্বর কি শুনলেন তাঁর পরীক্ষা, ১২ই ডিসেম্বর পরীক্ষার ফল বেরুনোর সঙ্গেই শেষ হবে আগরতলা পুর নিগমের ভোট পর্ব। সরব প্রচারের বাহ্যিক অবসান হয়েছে এবার শিবিরে শিবিরে শুরু হবে নৈশব্দিক জ্যামিতি যুদ্ধ মাত্র ৪৯-র।