তারায় তারায় ডেস্ক ।। ২০১৬ সালের ঈদে মুক্তি পাবে সালমান খান অভিনীত ‘সুলতান’। সিনেমাটিতে রেসলারের চরিত্রে দেখা যাবে তাকে। সবকিছু চূড়ান্ত হলেও এখনো মিলেনি নায়িকা। শেষ পর্যন্ত নায়িকা চূড়ান্ত না করেই শুটিং ফ্লোরে গড়াচ্ছে ‘সুলতান’।
সালমানের বিপরীতে বিভিন্ন সময়ে শোনা গিয়েছে প্রথম সারির বেশ কয়েকজন নায়িকার নাম। দীপিকা পাড়ুকোন, কঙ্গনা রনৌত, পরিণীতি চোপড়া ও কৃতি স্যাননসহ বেশ কয়েকজনের নাম ছিল সে তালিকায়। কিন্তু তাদের কেউই অভিনয় করছেন না ‘সুলতানে’।
নায়িকা ছাড়া সিনেমাটির সব শিল্পী বাছাই হয়ে গেছে। অন্যদিকে রিলিজ ডেট ঠিক হয়ে থাকায়, দেরি করলে ঝুঁকিতে পড়বে ‘সুলতান’। তাই আপাতত নায়িকা নেই এমন দৃশ্যের চিত্রায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
একটি সূত্র জানায়, ‘সুলতান’কে বেশ গুরুত্ব দিচ্ছেন সালমান। তাই নায়িকা নিয়ে তিনি বেশি সিরিয়াস। প্রযোজকের পছন্দ ছিলেন পরিণীতি। সালমানের কারণেই তা সম্ভব হচ্ছে না।
‘সুলতান’ নিয়ে ২০১৬ সালে শাহরুখের সঙ্গে পাল্লা দেবেন সালমান। একইদিন মুক্তি পাবে গ্যাংস্টার থ্রিলার ‘রাইস’। শাহরুখের সিনেমাটিতে অভিনয় করছেন পাকিস্তানের মাহিরা খান। ইতোমধ্যে ‘রাইস’র কিছু অংশ দৃশ্যায়ন হয়ে গেছে। বেশ আগেই মুক্তি পেয়েছে ফার্স্টলুক টিজার। সে তুলনায় পিছিয়ে আছে ‘সুলতান’।