দেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ০৮ ডিসেম্বর ।। খাকি পোষাকের এই মানুষগুলোও ভারতীয় গনতন্ত্রের ভিত মজবুত করতে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করে আসছে। আগরতলা পুর নিগম, পুর পরিষদ, ত্রিস্তর পঞ্চায়েতের ভোট উপলক্ষ্যে নিরাপত্তায় বাড়তি পাঁচিল হিসেবে কাজ করতে ভিন্ন রাজ্য থেকে ত্রিপুরায় পাড়ি জমিয়েছেন। ভোটের নিরাপত্তায় রাজ্যে আসা নিরাপত্তা কর্মী, রাজ্য আরক্ষা কর্মীদের ভীড়ে “নিউজ আপডেট অব ত্রিপুরা ডট কম”-র ক্যামেরায় ধরা পড়েছে শীতের রোদে অন্য আমেজে অনেকেই শীতঘুমের পরশে।