দেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ০৮ ডিসেম্বর ।। ভোট মানেই শহরের উমাকান্ত একাডেমীতে চিরন্তন ছবি ব্যস্ততায় দিবস রাত্রি অতিক্রান্তের পর্ব। আগরতলা পুর নিগমের ভোটের কল্যানে উমাকান্তে ক’দিন আগে থেকেই শুরু হয়ে গেছে প্রশাসনিক দৌড় ঝাঁপের ব্যস্ততা। গোটা স্কুল চত্ত্বরে গাড়ীর ছয়লাপ, ভোটে যুক্ত কর্মকর্তা কর্মচারীদের আনাগোনা, বন্দুক কাঁধে নিরাপত্তা কর্মীর ভীড়। নিগমের ভোটেও পুর দস্তুর চির চেনা সেই গনতন্ত্রের দৃশ্য – উৎসুক মানুষের শেষ প্রহরের উশখুশানি। যে যন্ত্রে ভোট দান সেই EVM মেশিন আর ভোট কর্মীরা মঙ্গলবার যাত্রা করছেন নির্ধারিত কেন্দ্রগুলোর উদ্দেশ্যে। কেন্দ্রীয় আর রাজ্যের নিরাপত্তা কর্মীদের নিয়ে ভোটকে আবাধ ও শান্তিপূর্ণ রাখতে প্রশাসন পুরোপুরি তৈরী। এই রাজ্যের মানুষ নির্বাচনকে উৎসবে পরিনত করেছেন। আগরতলা পুর নিগম, ত্রিস্তর, পুর পরিষদের নির্বাচনেও নজীর সৃষ্টির সম্ভাবনার মধ্যেই নিভৃতে সব দলের মাতবররাই শেষ পর্বের লাভ লোকষানের অংক কষছেন আর অন্য দিকে সর্বত্রই চলছে ভোটারদের ভোট নিয়ে জম্পেশ তরজা – যে যার অনুরক্ত তরজার অভিমুখ পাল্টে যাচ্ছে সেই ধারায়।