ওয়াটসঅ্যাপ প্রতিনিধি, উদয়পুর, ০৮ ডিসেম্বর ।। মঙ্গলবার ভোর রাতে উদয়পুরের ক্যানেল চৌমউমূহনীত আগুনে পুরে ছাই হয়ে যায় ৯টি দোকান। ৩টি গ্যাস সিলিন্ডার ব্লাস্ট করে আগুন আরো ভয়াবহ রুপ নেয়। স্থানীয় লোকদের অভিযোগ, আগুন লাগার ঘন্টা খানেক ফোন করে না লাইন না পেয়ে অনেক চেষ্টার পর অগ্নি নির্বাপক দপ্তরে স্থানীয় কিছু যুবক বাইক করে গিয়ে খবর পৌছায়। ততক্ষনে আগুনে ভস্মীভূত হয়ে যায় ৯টি দোকান। জানা যায়, ক্ষয় ক্ষতির পরিমান প্রায় ৬৫ লক্ষ টাকা।