আন্তর্জাতিক ডেস্ক ।। ফের জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া। মালুকু প্রদেশের সবচেয়ে বড় দ্বীপ সেরামের আমাহাই শহর থেকে ১০৬ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ভূমিকম্প হয়েছে বলে জানিয়েছে মার্কিন জিওলজিক্যাল সার্ভে। সমুদ্রের ৩৩.৯ কিলোমিটার গভীরে ছিল কম্পনের কেন্দ্রস্থল। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৬.৯। তবে, কম্পনের কারণে সুনামির কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছেন আবহাওয়া দপ্তর। বুধবার বিকেলে মালুকু প্রদেশের সবচেয়ে বড় দ্বীপ সেরামের আমাহাই শহরে এই ঘটনা ঘটে বলে টাইমস অপ ইন্ডিয়ার এক প্রতিবেদনে এখবর জানিয়েছে। ভূমিকম্পের জেরে বহুতল বিল্ডিংগুলি কেঁপে উঠলে আতঙ্কের সৃষ্টি হয়। রাস্তায় এসে জমা হন এলাকার মানুষজন। ফাটল ধরতে দেখা যায় বেশ কয়েকটি বাড়িতে। তবে, ইন্দোনেশিয়ার আবহাওয়া দপ্তর জানিয়ে দেয়, সুনামির কোনও আশঙ্কা নেই। ভূমিকম্পপ্রবণ ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে ২০০৪ সালের ডিসেম্বর মাসে ভয়াবহ ভূমিকম্পের কারণেই আছড়ে পড়েছিল বিশাল সুনামি। যার করণে ১২ টি দেশের প্রায় আড়াই লাখ মানুষের প্রাণ গিয়েছিল।