যুক্তরাষ্ট্রে ভিসামুক্ত ভ্রমণের নীতি কঠোরতর

ukআন্তর্জাতিক ডেস্ক ।। প্যারিস হামলার ঘটনায় পূর্বসতর্কতা হিসেবে যুক্তরাষ্ট্রে ভিসামুক্ত সফরের নীতি কঠোর করার পক্ষে মঙ্গলবার ভোট দিয়েছে দেশটির সংসদের উচ্চ কক্ষ- হাউজ অব রিপ্রেজেন্টেটিভস। এর ফলে গত পাঁচ বছরে ইরাক ও সিরিয়া ভ্রমণকারী যেকোনো ব্যক্তির ভিসা প্রয়োজন হবে। প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রে ‘ভিসা ওয়েভার’ বা ভিসামুক্ত ভ্রমণ নীতির অধীনে ৩৮টি দেশের নাগরিকরা সর্বোচ্চ ৯০ দিন পর্যন্ত নিজ নিজ দেশের দূতাবাস থেকে ভিসার মেয়াদ বাড়ানোর ছাড়াই অবস্থান করতে পারবেন। প্যারিস হামলায় অংশ নেওয়া অধিকাংশ জঙ্গিই ফ্রান্স ও বেলজিয়ামের নাগরিক ছিলেন, এই দেশ দু’টিও ওই ৩৮টি দেশের মধ্যে রয়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এই প্রস্তাবের পক্ষে ৪০৭টি এবং বিপক্ষে ১৯টি ভোট পড়েছে। ফলে ইরাক, সিরিয়া বা সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত হওয়া যেকোনো দেশের নাগরিকসহ দেশগুলোতে গত পাঁচ বছরের মধ্যে ভ্রমণ করা ব্যক্তিদের নতুন করে ভিসার প্রয়োজনসহ বেশ কিছু পরিবর্তন যোগ করা হচ্ছে। কেবলমাত্র সরকারি ও প্রতিরক্ষা কর্মকর্তাদের ক্ষেত্রে এ নীতি শিথিল করা হবে।
ভিসা ওয়েভার কর্মসূচির আওতাধীন দেশগুলোকে নিয়পমিত সন্ত্রাসবিরোধী তথ্য যুক্তরাষ্ট্রকে দিতে হবে, নইলে কর্মসূচি থেকে বাদ পড়তে হবে। প্রত্যেক ভ্রমণকারীর তথ্য ইন্টারপোল যাচাই করবে এবং ভিসা ওয়েভার দেশগুলোর নিজ নিজ নাগরিকদের পরিচিতি শনাক্তকরণ ‘বায়োমেট্রিক’ তথ্যসহ ‘ই-পাসপোর্ট’ সরবরাহ করতে হবে।
ভিসা ওয়েভার কর্মসূচির অধীনে প্রতি বছর যুক্তরাষ্ট্রে সফর করেন প্রায় দুই কোটি মানুষ। অতীতে সন্দেহভাজন সন্ত্রাসীদের এই সুবিধার সুযোগ নেওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার পর এ পদক্ষেপ নিল যুক্তরাষ্ট্র।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*