দেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ০৯ ডিসেম্বর ।। সংবাদ মহলের তৎপরতা সব সময়ই একটু বেশী থাকে শহরের শিশুবিহার স্থলে বিধানসভা, লোকসভার ভোটে। আগরতলা পুর নিগমের ভোটেও সেই একই তৎপরতা দেখা গেছে সাংবাদিকদের মধ্যে কারন রাজ্যের মূখ্যমন্ত্রী নিগমের ভোটে পবিত্র কর্তব্য সম্পাদন করেছেন শিশু বিহার স্কুলে। সকাল ৮টা ৩০মিনিট থেকেই কলম,
ক্যামেরা নিয়ে হাজির ছিলেন সংবাদ প্রতিনিধি প্রজাতি। সকাল প্রায় ১১টায় পদব্রজে সরকারী আবাস থেকে মূখ্যমন্ত্রী পৌঁছে যান শিশু বিহারে। সাধারন জনের মতোই আঙ্গুলে কালি লাগিয়ে নির্দিষ্ট স্থানে ভোট দান করেছেন। এই ছবি ধারন করতে একটু বেশীই তৎপরতা থাকে সংবাদ মাধ্যমের। ভোট দান শেষে যথারীতি সাংবাদিকদের ভোট নিয়ে মতামত ব্যক্ত করে বলেছেন জয় নিয়ে পুরোটাই আশাবাদি।