দেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ১০ ডিসেম্বর ।। গোটা দেশে ভোটদানের ক্ষেত্রে ত্রিপুরার ভোটাররা নজীর সৃষ্টি করেছেন সেই ঐতিহ্য অক্ষত রাখলেন সদ্য সম্পন্ন আগরতলা পুর নিগম, পুর পরিষদ আর ত্রি-স্তরের নির্ধারিত স্থানের ভোটে। চিরাচরিত মেজাজে সামান্য কালির আঁচর লাগার সংবাদ পাওয়া গেলেও সব মহলেই স্বস্তি প্রকাশ করা হয়েছে। বিভিন্ন দলের হয়ে যারা ভোটকে কেন্দ্র করে ব্যস্ততায় ছিলেন ভোট পর্ব শেষের সঙ্গে সঙ্গে লম্বা দীর্ঘ শ্বাস ফেলে বলেছেন – যাক এবার কয়েকদিন শ্রেফ বিশ্রাম। বিশ্রামের মধ্যেই যিনি যেদলের সমর্থক প্রার্থনা করবেন সাফল্যের। বলতে দ্বিধা নেই ভোট পরবর্তী সামান্য বিরতীতে রাজ্যজুড়ে চলছে কার ভাগ্যে কি মেলে তাঁর হিসেব।