ভোটের গরজ

Vote.jpg11দেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ১০ ডিসেম্বর ।। ভোট দিলে কি হয়, ভোট দিয়েই যাচ্ছি – পেলাম কি, আমার ভোটে যিনি নেতা হবেন তিনিই খোঁজ রাখেন না – ভোটের বাজারে এই কথাগুলো কিন্তু এখনো অনেকের মুখেই শোনা যায় – গালগল্প কিংবা গরজহীন ভোটের অভিব্যাক্তি হিসেবেই গন্য গন্য করা যায় উপরের কথা গুলোকে। তার মধ্যেই ভোটের সাইজ যেমনই হোক প্রতি পর্বেই এমন কিছু দৃশ্য থাকে যেগুলো এদেশের গনতন্ত্রের জীবন্ত উদাহরন। ৯ই ডিসেম্বর আগরতলা পুর নিগমের ভোটে শহরের জয়পুরের জে বি স্কুলে দেখা গেছে ৮২ বছরের এক বৃদ্ধা কোলে চড়ে এসেছেন ভোট দিতে। “নিউজ আপডেট অব ত্রিপুরা” প্রতিনিধি প্রবীনার ভোতের প্রতি এমন আকর্ষণের কারন খুঁজতে কথা বলেছেন সেখানে। ৮১ বসন্ত পেরিয়ে যাওয়া ৮২ বছরে পদার্পণ করা কোলে চরে জয়পুর জে বি স্কুলে আসা এও মহিলার নাম সোফিয়া খাতুন হয়তো গনতন্ত্রের সংজ্ঞা জানেনা কিন্তু একখানা ভোতের অপরিসীম মহার্ঘ মূল্যের – এই ছবিতেই ভারতীয় গনতন্ত্রের জীবন্ত উদাহরন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*