হাইকোর্টের রায়ে গণদূতের সম্পাদক সুশীল চৌধুরী বেকসুর খালাস

ফাইল ছবি।
ফাইল ছবি।

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ ডিসেম্বর ।। দীর্ঘ সময় শুনানীর পর ভারতীয় গণতান্ত্রিক বিচার ব্যবস্থা অনুযায়ী বৃহস্পতিবার (১০ ডিসেম্বর, ২০১৫) মাননীয় হাইকোর্টের রায়ে গণদূতের সম্পাদক সুশীল চৌধুরীকে বেকসুর খালাস করা হয়েছে। উপযুক্ত সাক্ষ্য প্রমানের অভাবে বেকসুর খালাস পেল গণদূত পত্রিকার সম্পাদক সুশীল চৌধুরী। তবে দিন দুপুরে পবিত্র পত্রিকা অফিসে হত্যাকাণ্ডের ঘটনায় কে সেই মাস্টার মাইন্ড তা নিয়ে বিভিন্ন মহলে উঠছে প্রশ্ন। 
প্রসঙ্গত, ২০১৩ সালের ১৯শে মে রাজধানীর প্রাণকেন্দ্রে ক্যাপিটেল কমপ্লেক্স’র পাশে দিন দুপুরে গণদূত পত্রিকা অফিসের ভেতর গণদূত পত্রিকার ম্যানেজার রঞ্জিত চৌধুরী, গ্রুফ রিডার সুজিত ভট্টাচার্য ও ড্রাইভার বলরাম ঘোষ খুন হয়েছিল। এই ত্রয়ী হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে পুলিশ প্রথমে মৃত বলরামের স্ত্রী নিয়তী ঘোষকে আটক করলেও নিয়তী ঘোষের তথ্যের উপর ভিত্তি করে পুলিশ ঘটনার এক সপ্তাহ পর গণদূত পত্রিকার মালিক তথা সম্পাদক সুশীল চৌধুরীকে গ্রেপ্তার করে। অনেক তদন্তের পর পুলিশ এই খুনে সুশীল চৌধুরীকেই মূল অভিযুক্ত বলে চিহ্নিত করে। অবশেষে দীর্ঘ সময় শুনানীর পর ভারতীয় গণতান্ত্রিক বিচার ব্যবস্থা অনুযায়ী বৃহস্পতিবার মাননীয় হাইকোর্টের রায়ে গণদূতের সম্পাদক সুশীল চৌধুরীকে বেকসুর খালাস করা হয়েছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*