দিল্লির মুখ্যমন্ত্রী পদ ছাড়তে পারেন কেজরীবাল

apজাতীয় ডেস্ক ।। রাজনীতি জগতে ফের এক চমক। পঞ্জাবের বিধানসভা নির্বাচনে জয়ের লক্ষ্যে দিল্লির মুখ্যমন্ত্রী পদ ছাড়তে পারেন অরবিন্দ কেজরীবাল। তাঁর জায়গায় মুখ্যমন্ত্রী হতে পারেন মণীষ সিসোদিয়া। যদিও আম আদমি পার্টি (আপ) এই খবরের সত্যতা অস্বীকার করেছে।
প্রথসারির ইংরেজি দৈনিক দ্য টেলিগ্রাফ-এ প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, দিল্লিতে আপের জয়ের সম্ভাবনা দেখছেন কেজরীবাল। তিনি নিজেই এ কথা আগে জানিয়েছেন। লোকসভা নির্বাচনে একবামাত্র পঞ্চাবেই চারটি আপ জিতেছিল। আগামী ২০১৭-তে পঞ্জাবে বিধানসভা নির্বাচন।রাজ্যে বর্তমানে শিরোমণি অকালি দলের নেতৃত্বে এনডিএ সরকার ক্ষমতাসীন। আপ ইতিমধ্যেই পঞ্জাবে রাজ্য সরকারের বিরুদ্ধে জোরদার প্রচার শুরু করেছে।
উল্লেখ্য, কেজরীবাল দেশের একমাত্র মুখ্যমন্ত্রী, যাঁর কাছে কোনও মন্ত্রকের দায়িত্ব নেই। অর্থ, শিক্ষা, পরিকল্পনা ও নগরোন্নয়নের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রকগুলির দায়িত্বভার রয়েছে উপমুখ্যমন্ত্রী সিসোদিয়ার হাতে। এবার পঞ্জাবে জয়ের সম্ভাবনা পরিপ্রেক্ষিতে সিসোদিয়ার হাতে দিল্লির ভার দিয়ে দিতে পারেন কেজরীবার। পঞ্জাব নির্বাচনে সম্পূর্ণ মনোনিবেশ করতেই তিনি এই পদক্ষেপ নিতে পারেন।
জানা গেছে, পঞ্জাবে কেজরীবালের লড়াই করার মতো বিধানসভা আসনেরও খোঁজ শুরু করেছে রাজ্যের আপ নেতৃত্ব। আগামী ১৪ জানুযায়ী পঞ্জাবে এক জনসভায় ভাষণ দেবেন কেজরীবাল।
সূত্রের খবর, বিহারে বিজেপির হারের পরিপ্রেক্ষিতে আপ পঞ্জাবে সর্বশক্তি দিয়ে লড়াইয়ে নামতে আগ্রহী।কেজরীবাল মনে করছেন, ধীরে ধীরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা কমছে। পঞ্জাবে আপ ভালো ফল করতে কেজরীবাল বিজেপি ও কংগ্রেস বিরোধী নেতা হিসেবে নিজেকে তুলে ধরতে পারবেন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*