LIVE UPDATE :: আগরতলা পুর নিগম ভোটের ফলাফল

vote

আগরতলা পুর নিগমের নির্বাচনে সর্বশেষ স্কোর ৪৯টি ওয়ার্ডের মধ্যে বামফ্রন্ট ৪৫, কংগ্রেস ০৪, বিজেপি ০০, তৃণমূল ০০ এবং অন্যান্য ০০।

সকাল ৮টা ৩০ মিনিট : উমাকান্ত ময়দানে ফলাফলের অপেক্ষায় বামফ্রন্ট প্রার্থীরা।

.

সকাল ৮টা ৩২ মিনিট : উমাকান্ত ময়দানে ফলাফলের অপেক্ষায় কংগ্রেস প্রার্থীরা।vote.jpg1

.

.

.

.

.

vote.jpg2সকাল ৮টা ৪০ মিনিট : আগরতলা পুর নিগম ভোটের গণনা চলছে .

.

.

.

.

vote.jpg3আগরতলা পুর নিগম ২৪নং ওয়ার্ডে CPI(M) প্রার্থী প্রফুল্লজিৎ সিনহা জয় লাভ করে।

.

.

.

.

vote.jpg4আগরতলা পুর নিগম ১নং ওয়ার্ডে CPI প্রার্থী (SC Women) ঝুমা সরকার জয় লাভ করে। ১নং ওয়ার্ডে CPI ২৩৮৬, কংগ্রেস ৮৮৪ এবং বিজেপি ৫২০ ভোট পেয়েছেন।

.

.

.

vote.jpg1.jpg5সকাল ৯টা ১৫ মিনিট : কাউন্টং হলে ভোটের গণনা চলছে জোড় কদমে।

.

.

.

.

vote.jpg5আগরতলা পুর নিগম ৩৬নং ওয়ার্ডে CPI(M) প্রার্থী (SC Women) বুল্টি দাস ১৭৯৯ ভোটে জয় লাভ করে।

.

.

.

.

vote.jpg6সকাল ৯টা ৫৫ মিনিট : জয়ের আনন্দে লাল আবিরে বামফ্রন্ট সমর্থকরা।

.

.

.

.

vote.jpg7আগরতলা পুর নিগম ৩নং ওয়ার্ডে কংগ্রেস প্রার্থী মিলন দাস জয় লাভ করে।

.

.

.

.

vote.jpg8সকাল ১০টা ১০ মিনিট : জয়ের আনন্দে ৩নং ওয়ার্ডে কংগ্রেস প্রার্থী মিলন দাসকে নিয়ে কংগ্রেস সমর্থকরা।

.

.

.

.

vote.jpg9সকাল ১০টা ৪২ মিনিট : কড়া নিরাপত্তায় চলছে ভোটের গণনা।

.

.

.

.

vote.jpghআগরতলা পুর নিগম ২১নং ওয়ার্ডে CPI প্রার্থী জয়া বিশ্বাস ১০৮ ভোটে জয় লাভ করে।

.

.

.

.

vote.jpg10আগরতলা পুর নিগম ২নং ওয়ার্ডে CPI(M) প্রার্থী স্মৃতি সরকার ৪৬০০ ভোটে জয় লাভ করে।

.

.

.

vote.jpg11

 

আগরতলা পুর নিগম ২০নং ওয়ার্ডে কংগ্রেস প্রার্থী রত্না দত্ত জয় লাভ করে। ২০নং ওয়ার্ডে কংগ্রেস ২৬৫৮, CPI ১৯৮৮ এবং বিজেপি ৩৯৬ ভোট পেয়েছেন।

.

.

vote.jpg1.jpg12প্রচন্ড টেনশনে কাউন্টিং এজেন্টরা।

.

.

.

.

.

vote.jpg12আগরতলা পুর নিগম ৩৮নং ওয়ার্ডে RSP প্রার্থী মিঠু শীল ১০৫৪ ভোটে জয় লাভ করে।

.

.

.

.

vote.jpg13আগরতলা পুর নিগম ৩৯নং ওয়ার্ডে কংগ্রেস প্রার্থী সম্পা সরকার (চৌধুরী) ৩৯০ ভোটে জয় লাভ করে।

.

.

.

.

vote.jpg14আগরতলা পুর নিগম ৪১নং ওয়ার্ডের CPI(M) প্রার্থী (SC Women) গিতা দাস (দেবনাথ) জয় লাভ করে।

.

.

.

.

vote.jpg15আগরতলা পুর নিগম ২২নং ওয়ার্ডে কংগ্রেস প্রার্থী হিমানি দেববর্মাজয় লাভ করে।

.

.

.

.

vote.jpg16সকাল ১১টা ১২ মিনিট : জয়ের উল্লাস বামফ্রন্ট সমর্থকদের।

.

.

.

.

সকাল ১১টা ২৩ মিনিট : আগরতলা পুর নিগম ভোটের ফলাফল ঘোষণা করছেন SDM মাণিক লাল দাস।

vote.jpg17

.

.

.

.

vote.jpg18সকাল ১১টা ৪৬ মিনিট : এখনও চলছে আগরতলা পুর নিগম ভোটের গণনা।

.

.

.

.

vote.jpg19১২টা ০৫ মিনিট : জয়ের উচ্ছ্বাস বামফ্রন্ট কর্মী সমর্থকদের মধ্যে। 

.

.

.

.

আগরতলা পুর নিগমের ফলাফল শনিবার (১২ই ডিসেম্বর) উমাকান্ত একাডেমী থেকে  LIVE UPDATE –এর কিছু ছবি সহ সংক্ষিপ্ত সংবাদ উপরে দেয়া হল।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*