০৯ জুলাই/(NUT) : সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ফেসবুক জানাল, বিশ্ব জুড়ে প্রায় ১০ কোটি ভুয়ো অ্যাকাউন্ট ব্যবহারকারী থাকতে পারে। ভারত এবং তুরস্কেই এদের সংখ্যা বেশি বলে জানিয়েছে ফেসবুক।
- কিন্তু ভুয়ো অ্যাকাউন্ট আসলে কী?
ফেসবুক জানাচ্ছে, একই ব্যক্তির একাধিক অ্যাকাউন্ট থাকলে, প্রথমটি বাদ গিয়ে বাকি সবই ভুয়ো অ্যাকাউন্ট হিসেবে গণ্য করা হয়। সম্প্রতি একটি রিপোর্টে প্রকাশিত হয়েছে, ২০১৪-এর ৩১ মার্চ মাসে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ছিল ১২৮ কোটি। যা গত বছরের তুলনায় প্রায় ১৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে বেশির ভাগই মোবাইল থেকে ফেসবুক ব্যবাহর করেন। মনে করা হচ্ছে, একই ব্যক্তির একাধিক নম্বর থাকার দরুন ভুয়ো অযাকাউন্ট তৈরির প্রবণতা বেড়েছে।
অন্য দিকে, কিছু ব্যক্তি উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ভুয়ো অ্যাকাউন্ট তৈরি করেন। বিভিন্ন ধরনের ব্যবসার উদ্দেশ্যেই সহজ রাস্তা হিসেবে ফেসবুককে বেছে নেন তাঁরা। এ ধরনের অ্যাকাউন্ট ‘স্প্যাম’ ছড়ানোর কাজেও ব্যবহৃত হয়। এ সবই ফেসবুকের শর্তাবলীর পরিপন্থী।