রাজ্যপাল পি বি আচারিয়া-র সাক্ষাতের কর্মসূচি

Untitled-5আগরতলা সেপ্টেম্বর ।। রাজ্যপাল পি বি আচারিয়া সোমবার সস্ত্রীক রাজ্যে এসেছেন সকালের বিমানে। মঙ্গলবার তিনি রাজ্যের উচ্চ শিক্ষা সংক্রান্ত বিষয়ে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়য়ের উপাচার্য আধ্যাপক অঞ্জন কুমার ঘোষ ও ইকফাই বিশ্ববিদ্যালয়য়ের রেজিষ্ট্রার বেজবরুয়ার সাথে সাক্ষাৎ করেন। এছারাও পরিবহণ সচিব কিশোর আম্বুলী, ট এন জি সি’র এম ডি এ এম তাম্বেকরের সাথেও সাক্ষাৎ করার কথা রয়েছে। রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তর থেকে আরো জানাযায় রাজ্যপাল পি বি আচারিয়া আজ বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠান এবং রাজনৈতিক দলের প্রতিনিধি দলের সাথে উনার সাক্ষাতের কর্মসূচি রয়েছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*