দেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ১২ ডিসেম্বর ।। সব ভোটেই কিছু কিছু আসন কিংবা এলাকার প্রতি বিশেষ দৃষ্টি থাকে সব মহলের। সেই ক্ষেত্রে সদ্য সমাপ্ত নির্বাচনে একদা কংগ্রেসের তুখেড়ে যোদ্ধা প্রাক্তন বিরোধী দলের নেতা রতন লাল নাথের তালুকের প্রতি বাড়তি আকর্ষণ ছিল। কিন্তু ভোটের ফলাফলে মোহনপুর ভোল পাল্টে দিয়েছে বলাই বাহুল্য।
আমবাসায় মূখ্যমন্ত্রী নির্বাচনে আহ্বান জানিয়েছিলেন ভুল করবেন না। মূখ্যমন্ত্রীর আহ্বানে মন্ত্রমুগ্ধের মতো কাজ হয়েছে বলেই প্রতীয়মান ভোটের ফল। একচ্ছত্র আধিপত্যে আমবাসায় উড়ছে লাল নিশান।
বিশালগড়ে রাজ্যের প্রাক্তন মূখ্যমন্ত্রী সমীর রঞ্জন বর্মণ জান লড়িয়ে দিয়েছেন, প্রানান্তকর প্রচার চালিয়েছেন। তারপরেও ক্ষমতার রাশ রইলো বামেদের পক্ষে।
খোয়াই পুর পরিষদ বামফ্রন্টের দখলে। খোয়াইয়ের পুর পরিষদের ১৫টি ওয়ার্ডেই বামফ্রন্টের প্রার্থীরা জয় লাভ করেছেন।