দেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ১২ ডিসেম্বর ।। ৯ই ডিসেম্বর আগরতলা পুর নিগমের ভোট সম্পন্ন হতেই প্রতীক্ষা শুরু হয়েছিল ১২ই ডিসেম্বরের ফল প্রকাশের। মাঝখানের দু’দিনে সর্বত্রই ছিলো মুখে মুখে ভোট সমীকরন। শনিবার, আগরতলা পুর নিগমের ভোটের ফলাফল প্রকাশের দিন যথারীতি ইদানীং কালের ভোট পর্বের দৃশ্যের অবতারনা হয়। উমাকান্তের ভেতরে গণনার গতিপ্রকৃতি জানতে প্যারাডাইসে, TRTC সংলগ্ন স্থানে, ফায়ার ব্রিগেড চৌমুহনীতে ভীড় জমায় বাম সমর্থকরা অন্যদিকে IGM চৌমুহনীতে জমা হয় কংগ্রেসী সমর্থকরা। মাইকে ফলাফল ঘোষনার সঙ্গে সঙ্গে প্যারাডাইসে, TRTC সংলগ্ন স্থানে, ফায়ার ব্রিগেড চৌমুহনীতে বাম সমর্থকরা উল্লাসে মেতে উঠে। গননার আগেই যদিও ফলাফল কি হতে যাচ্ছে জানা ছিল তবুও দীর্ঘদিনের কংগ্রেস সভ্য সমর্থকরা জড়ো হয়েছিলেন IGM চৌমুহনীতে – ফলাফল কাঙ্খিত আশাপ্রদ হচ্ছেনা বুঝতে পেরেই IGM চৌমুহনীর সামনে কংগ্রেসের কর্মীরা ঘরেফিরতে শুরু করেন একরাশ হতাশা নিয়ে। এহচ্ছে ভোটের বাস্তবতা।