রাস্তার ময়লা পরিষ্কার করছেন সু চি

scআন্তর্জাতিক ডেস্ক ।। মিয়ানমারে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশ নিচ্ছেন বিরোধী নেত্রী অং সান সু চি। হাতে গ্লাভস পরে তিনি রাস্তার পাশে পরে থাকা ময়লা তুলে নিচ্ছেন, যা একটি বিরল দৃশ্য। এসময় তাকে নোংরা প্লাস্টিকের ব্যাগসহ বিভিন্ন আবর্জনা পরিষ্কার করতে দেখা গেছে। আজ রোববার ৭০ বছর বয়সী মিস সু চি তার নিজের নির্বাচনী এলাকায় এ পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে অংশ নেন। সম্প্রতি তিনি তার দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসি বা এনএলডি থেকে নির্বাচিত এমপিদের রাস্তাঘাটের আবর্জনা পরিষ্কার করার নির্দেশ দিয়েছিলেন। গতমাসের নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করে এনএলডি। ৮০ ভাগেরও বেশি আসনে জয়ী হয়েছে অং সান সু চির দল। মিস সু চি বলেছেন, নিজের এলাকা পরিষ্কার রাখা এমপিদের দায়িত্ব। ক্ষমতার হস্তান্তরের জন্যে দেশটির বর্তমান সামরিক সরকার একটি কমিটি গঠন করেছে। ময়লা-আবর্জনা পরিষ্কার মিয়ানমারের একটি জাতীয় সমস্যা। সংবাদদাতারা বলছেন, ময়লা সংগ্রহ ও ফেলার জন্য পরিকল্পিত ব্যবস্থাপনা না থাকার কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*