নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ ডিসেম্বর ।। ৮ ডিসেম্বর (মঙ্গলবার) নিজ এলাকায় দলীয় কার্যালয়ে দলের সদস্য এক নাবালিকা শ্লীলতাহানির অভিযোগ উঠে শাষকদলের বিধায়ক মনোরঞ্জন আচার্যের বিরুদ্ধে। ২৭ নভেম্বর দশরথ দেব স্মৃতি ভবনে শ্লীলতাহানির ঘটনাটি ঘটলেও পুর নির্বাচনের জন্য দল এটি চেপে রাখেন। পরে তা প্রকাশ হলে অভিযুক্ত বিধায়ক মনোরঞ্জন আচার্যকে সিপিআই(এম) দল থেকে বহিস্কার করা হয়। তিনি ত্রিপুরার অমরপুরের বিধায়ক ছিলেন। বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) রাতে ত্রিপুরা সিপিএমের রাজ্য কমেটির বৈঠকের পর তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়। অভিযুক্ত বিধায়ককে বহিষ্কারের পাশাপাশি বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ারও নির্দেশ দেয় দল। সেই নির্দেশ মেনে ইস্তফাও দিয়েছেন তিনি। এই ঘটনা প্রকাশ্যে আসতেই শাষকদলের বিধায়ক মনোরঞ্জন আচার্যের গ্রেফতার ও শাস্তির দাবি জানিয়েছে ত্রিপুরা রাজ্যের দুই বিরোধী দল। এদিকে বহিষ্কৃত হওয়ার দু’দিন পর তিনি জানান দলীয় একাংশ নেতা-কর্মীর চক্রান্তের শিকার হয়েছেন তিনি। বহিষ্কৃত হওয়া বিধায়ক মনোরঞ্জন আচার্য নিজেকে নির্দোষ বলেও দাবী করেন।