সৌদির পৌর নির্বাচনে প্রথমবারের মতো ২০ নারী কাউন্সিলর

soudiআন্তর্জাতিক ডেস্ক ।। সৌদি আরবে পৌর নির্বাচনে প্রথমবারের মতো ২০ জন নারী জয়ী হয়েছেন। শনিবার অনুষ্ঠিত এ নির্বাচনে কাউন্সিলর পদে নির্বাচিত হন তারা। রোববার আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফল ঘোষণা করা হয়। দেশটির ইতিহাসে এবারই প্রথম কোন নির্বাচনে নারীরা ভোটাধিকার প্রয়োগ এবং প্রার্থী হিসেবে অংশগ্রহণের সুযোগ পান। খবরি এপি। খবরে বলা হয়, এ নির্বাচনে মোট প্রার্থী ছিল ৭০০০। এর মধ্যে ৯৭৯ জন ছিলেন নারী। এর আগে পৌর নির্বাচন অনুষ্ঠিত হয় দু’বার। ২০০৫ ও ২০১১ সালে। দুবারই নির্বাচন উন্মুক্ত ছিল শুধু পুরুষদের জন্য। এবারের নির্বাচনে রাজধানী রিয়াদ থেকে সর্বাধিক ৪ জন নারী প্রার্থী নির্বাচিত হয়েছে। শিয়া অধ্যূষিত পূর্ব প্রদেশ থেকে নির্বাচন হয়েছেন দুই নারী। জেদ্দা ও কাসিম থেকেও দু’জন করে নারী নির্বাচিত হয়েছেন। মক্কা ও মদিনা থেকে এক জন করে নারী নির্বাচিত হয়েছে। সৌদি আরবের উত্তরাঞ্চল থেকে তাবুকে দু’জন, আল জাওয়াফে একজন এবং হেইলে একজন নির্বাচিত হয়েছেন। এছাড়া সৌদি আরবের দক্ষিণ সীমান্ত এলাকা জিজান থেকে একজন, আসিরে একজন এবং আল-আহসা থেকে দুজন নির্বাচিত রয়েছেন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*