আন্তর্জাতিক ডেস্ক ।। উত্তরপশ্চিম আর্জেন্টিনায় সেতু থেকে একটি পুলিশবাহী বাস পড়ে গিয়ে অন্তত ৪১ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে আলজাজিরা। সোমবার স্থানীয় সময় বেলা ২টার দিকে রাজধানী বুয়েন্স আয়ার্স থেকে দেড় হাজার কিলোমিটার দূরে সালতা প্রদেশের রোজারিও দেল ফুয়েন্তে শহরের নিকটবর্তী এক সড়কে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, বাসটিতে অন্তত ৫০ জন যাত্রী ছিলেন। যাত্রীদের অধিকাংশই আর্জেন্টিনার সীমান্তরক্ষী পুলিশ বাহিনীর সদস্য ছিলেন। বিবিসি জানিয়েছে, সড়ক থেকে প্রায় ১৫ মিটার নিচের গিরিখাতে বাসটি পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলিত বাসটিতে আটকে পড়া যাত্রীদের উদ্ধারে কাজ করছে উদ্ধারকর্মীরা। দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি। তবে পুলিশ জানিয়েছে, সেতু অতিক্রম করার সময় চালক বাসের নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে।