দেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ১৪ ডিসেম্বর ।। বিরোধীদলের নির্বাচনোত্তর ফলাফল নিয়ে “নিউজ আপডেট অব ত্রিপুরা ডট কম”-র তরফে সংক্ষিপ্ত প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়েছিল। রাজ্য কংগ্রেস মুখপাত্র ডাঃ অশোক সিনহা বলেছেন গণতন্ত্রের এই যুদ্ধে মানুষের রায় মাথা পেতে নিয়েছে কংগ্রেস। কংগ্রেস গণতন্ত্রে বিশ্বাসী আস্থাশীল। শ্রী সিনহা বলেছেন প্রচারে কংগ্রেস বলেছে দলের কথা আর বামফ্রন্ট বলেছে তাদের কথা – সবশেষে মানুষের জয় হিসেবেই আখ্যায়িত করেছেন সদ্য সমাপ্ত নাতিদীর্ঘ নির্বাচনকে।