রসায়নের কীর্তি এবার মলাটবদ্ধ করে প্রকাশ করছে ডঃ অরিজিৎ দাস

bookদেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ১৪ ডিসেম্বর ।। দীর্ঘদিনের লালিত স্বপ্ন যখন পূরণ হয় কোনো মানুষের সেই ঘটনা সামাজিক ক্ষেত্রেও অনন্য ভূমিকা রাখতে পারে – বিশেষ করে বিজ্ঞানের আবিষ্কারে ধন্য এই পৃথিবীই হচ্ছে তার বড় প্রমান। সেই সূত্রে বিজ্ঞানেরই এক প্রশাখা হচ্ছে রসায়ন বা Chemistry. এই রাজ্যের কৃতি সন্তান ডঃ অরিজিৎ দাস রসায়ন চর্চা আর গবেষনাতেই জীবন উৎসর্গ করে কঠিন রসায়নকে সহজবোধ্য বিজ্ঞানের পড়ুয়াদের জন্য অনন্য দৃষ্টান্ত রেখেছেন। কাজের মূল্যায়নে স্বীকৃতি পেলেও থেমে নেই শ্রী দাসের গবেষনা। এবার রসায়নের যাবতীয় প্রাপ্তি, চলার পথে সাহায্য আর গবেষণা চর্চার সব ফসলকে কেন্দ্রীভূত করে ডঃ অরিজিৎ দাসের মলাটবদ্ধ ‘Press Review (2012-2015) (Time Economic Informatics Database in Chemical Education)’ পুস্তক প্রকাশিত হতে যাচ্ছে। বুধবার, মহাকরণের প্রেস কর্নারে সন্ধ্যা ৫টায় রাজ্যের উচ্চ শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তী ডঃ অরিজিৎ দাসের পুস্তকের আবরণ উন্মোচন করবেন। যে পুস্তকের পাতায় পাতায় থাকবে কঠিন রসায়নের সহজ সমাধান। অন্যরকম অনুভূতি এমুহূর্তে ডঃ অরিজিৎ দাসের।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*