বাজারে ক্রেতার ভীর, বিক্রেতার মুখে স্বস্তির ছাপ

Untitled-6দেবজিত চক্রবর্তী, আগরতলা সেপ্টেম্বর ।। ঘরে ঘরে এখন শুধু একটাই কথা বাজারে লেটেষ্ট এডিশান কি এসেছে, কোথায় গেলে পাওয়া যাবে মনপসন্দ পোশাক। আটের ব্যস্ততায় সামিল আশির দাদু, দিদিমা। এই শহরে কাপড়ের বাজারে প্রতিবছর একটা জিনিষ নিয়ম মাফিক হয়ে দাঁড়িয়েছে তা হচ্ছে প্রথম দিকে পূজোর বাজার যতটা নিস্তেজ থাকে পরবর্তীতে তা হয়ে ওঠে মানুষে মানুষে একাকার – এবারেও সেই ছবি। শহরের ঝা-চকচকে শপিং মলে পা দিতে গেলে বাড়তি সতর্কতার প্রয়োজন একে চড়াদাম সেই সঙ্গে ফিক্সড রেট, অন্যদিকে মধ্যবিত্ত আমজনতা সাধ সাধ্যের হিসেব করে দোকানে দোকানে দর কষা কষি চালাচ্ছেন। T-20ক্রিকেটে শেষ দিকে যেমন ব্যাট বলে ঝড় উঠে – পূজোর বাজারে এই মুহূর্তে কেনাকাটার ঝড় চলছে। বাজারে ক্রেতার ভীর মানেই বিক্রেতার দারুন স্বস্তি – বিক্রেতার মুখই বলছে বাজারের হাল।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*