নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ ডিসেম্বর ।। গোটা দেশে ভোটদানের ক্ষেত্রে ত্রিপুরার ভোটাররা নজীর সৃষ্টি করেছেন সেই ঐতিহ্য অক্ষত রাখলেন সদ্য সম্পন্ন আগরতলা পুর নিগম, পুর পরিষদ আর ত্রি-স্তরের নির্ধারিত স্থানের ভোটে। ত্রিপুরায় যে কোনো নির্বাচনের সঙ্গেই বর্তমানে ভারতীয় রাজনীতির যোগসূত্রতার প্রশ্ন জড়িত – গোটা দেশে বামপন্থী রাজনীতির পুনরুত্থানে ত্রিপুরাকেই ঘুরে দাঁড়ানোর স্থান হিসেবে চিহ্নিত করে থাকেন রাজ্যের বামফ্রন্ট নেতৃবৃন্দ। সদ্য সম্পন্ন আগরতলা পুর নিগম, পুর পরিষদ আর ত্রি-স্তর নির্বাচনে বামফ্রন্ট প্রার্থীদের বিজয় সংবাদে গোটা রাজ্যের বাম কর্মী, সমর্থকদের মধ্যে যুদ্ধ জয়ের পরিতৃপ্তির দৃশ্য দেখা গেছে। প্রথম বারের মতো আগরতলা পুর নিগমে ৪৯টি আসনের মধ্যে ৪৫টি আসনে বামফ্রন্ট প্রার্থীদের বিপুল জয়ে শহরে আয়োজন হয় বিজয় মিছিল। মঙ্গলবার, বিজয় মিছিলে বামফ্রন্ট কর্মী, সমর্থকরা শহরের বিভিন্ন পথ হেঁটেছেন।