ফিলিপাইনে ভয়াবহ ঘূর্ণিঝড়, নিহত ১১

ghnআন্তর্জাতিক ডেস্ক ।। ফিলিপাইনে ভয়াবহ ঘূর্ণিঝড় মেলরের আঘাতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ জনে। বুধবার এ তথ্য জানিয়েছেন দেশটির দুর্যোগ বিভাগের কর্মকর্তারা। সোমবার বিকেলে রাজধানী ম্যানিলার দক্ষিণে মিন্দোরো দ্বীপের ১৫০ কিলোমিটার উত্তর-পূর্বে ঘূর্ণিঝড়টি আঘাত হানে। ঘূর্ণিঝড় কেন্দ্রে বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১৩০ কিলোমিটার। ঘূর্ণিঝড়ে প্রবল বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যায় অচল হয়ে পড়েছে রাজধানী ম্যানিলা। বন্ধ হয়ে গেছে রেল ও সড়ক যোগাযোগ ব্যবস্থা। বুধবার ঘূর্ণিঝড়টি দক্ষিণ চীন সাগরের দিকে সরতে থাকলে পরিস্থিতির আরো অবনতি হয়। মঙ্গলবার রাতে মিন্দোরো দ্বীপের বেশ কয়েকটি এলাকায় বন্যার পানি বাড়তে শুরু করে। এতে লোকজনকে ছাদের ওপরে আশ্রয় নিতে হয়। তবে বুধবার পানি নামতে শুরু করে। মিন্দোরোর গভর্নর আলফনসো উমালি জানান, এখন বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। তবে এখনো অনেক লোক আশ্রয় নিয়েছেনছোদে। অনেক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে বুধবার সকাল পর্যন্ত ঝড়ে নিহতের সংখ্যা ছিল ৯ জন। এ সংখ্যা বেড়ে ১১ জনে দাঁড়িয়েছে বলে জানানো হয়। এদের মধ্যে মিন্দোরোর প্রতিবেশী রোমব্লন এলাকায় মারা গেছে ৬জন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*