প্রয়োজনে জেলে যাব, তবুও জামিন আবেদন নয়

indজাতীয় ডেস্ক ।। কেজরিওয়ালের দপ্তরে সিবিআই হানায় ভারত জুড়ে নিন্দার ঝড় উঠেছে। অন্যদিকে ন্যাশনাল হেরাল্ড মামলায় জামিনের আবেদন করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন সোনিয়া ও রাহুল গান্ধি। দেশের বিরোধী রাজনীতি যেন একটু অন্য খাতে বইছে। হ্যাঁ, ন্যাশনাল হেরাল্ড মামলায় প্রয়োজনে জেলে যেতে রাজি কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধী ও সহ-সভাপতি রাহুল গান্ধী, কিন্তু জামিন আবেদনে রাজি না। ন্যাশনাল হেরাল্ড মামলায় সোনিয়া-রাহুলকে আদালতের সমন নিয়ে ইতোমধ্যেই তোলপাড় হয়েছে জাতীয় রাজনীতিতে। দিনের পর দিন অচল হয়েছে সংসদ। বিজেপি বারবার অভিযোগ করেছে, বিচারাধীন বিষয় নিয়ে কেন সংসদে হইচই হচ্ছে। শাসকদলের যাবতীয় অভিযোগের জবাবে ‘শহিদ’ হওয়ার পথই বেছে নিলেন সনিয়া-রাহুল। ন্যাশনাল হেরাল্ড মামলায় শনিবার নিম্ন আদালতে হাজিরা দিতে হবে সনিয়া-রাহুলকে। কংগ্রেস সূত্রের খবর, জামিনের জন্য আদালতে আবেদন করবেন না কংগ্রেস সভানেত্রী ও সহ-সভাপতি। নিজেদের নির্দোষ প্রমাণ করতে তাঁরা জেলে যেতে রাজি।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*