ধবলকে রাখতে বিশ্বকাপে ২ কোটি

spখেলাধুলা ডেস্ক ।। বিশ্বকাপ ক্রিকেটের সময় দলের সঙ্গে ধবল কুলকার্নিকে রাখতে আইসিসিকে অতিরিক্ত ২.৪ কোটি টাকা দিতে হয়েছে ভারতীয় বোর্ডকে। বুধবার বোর্ডের ওয়েবসাইটে সেই তথ্য প্রকাশ করা হয়েছে। আইসিসির নিয়মানুযায়ী বিশ্বকাপে প্রতিটি দলে ১৫জন ক্রিকেটারের নাম নতিভুক্ত করা হয়ে থাকে। কিন্তু ভারতীয় বোর্ড ১৬ নম্বর সদস্য হিসেবে রেখে দিয়েছিল ধবল কুলকার্নিকে। তিনি কোনো ম্যাচ খেলেননি। পাশাপাশি তিনি ভারতীয় দলের ড্রেসিংরুমেও ঢুকতে পারতেন না। বোর্ড তাদের ওয়েবসাইটে জানিয়েছে, ধবল কুলকার্নীকে দলের সঙ্গে রাখার জন্য বাড়তি টাকা দিতে হয়েছে আইসিসিকে। এদিকে স্পট ফিক্সিংয়ের কারণে শ্রীসন্থ, অঙ্কিত চহ্বাণ এবং অজিত চাণ্ডিলার এককালীন ভাতা বন্ধ করে রাখা হলেও বিতর্কিত ক্রিকেটার জ্যাকব মার্টিনের টাকা দিয়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। ওয়েবসাইটে এককালীন ভাতা প্রাপকদের যে তালিকা বোর্ড প্রকাশ করেছে, সেখানে মার্টিনের নাম রয়েছে ১১৮ নম্বরে। তিনি বোর্ডের থেকে এককালীন ২০ লাখ টাকা ভাতা পাবেন। কিন্তু কেন এ সিদ্ধান্ত, তা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। তার কারণ ২০১১ সালে ইংল্যান্ডে একটি মানুষ পাচার চক্রের সঙ্গে নাম জড়িয়েছিল মার্টিনের নাম। দিল্লিতে তাকে গ্রেফতারও করা হয়েছিল।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*