দিল্লিতে গণধর্ষণে নিহত মেডিকেল ছাত্রীর নাম জানালেন মা

hgজাতীয় ডেস্ক ।। দিল্লিতে চলন্ত বাসে গণধর্ষণের শিকার হয়ে মারা যাওয়া মেডিকেল ছাত্রীর নাম জনসমক্ষে প্রকাশ করেছেন তার মা। বুধবার দিল্লির একটি জনসমাবেশে আশা সিং জানান, তার মেয়ের নাম প্রকাশ করার ব্যাপারে তার কোনো লজ্জা অনুভব করেন না। তার মেয়ের নাম জ্যেতি সিং।
২০১২ সালের ১৬ ডিসেম্বর রাতে বন্ধুর সঙ্গে সিনেমা দেখে ফেরার পথে ছয়জন তাকে চলন্ত বাসে গণধর্ষণ করে। পরে গুরুতর আহত অবস্থায় রাস্তায় ফেলে রেখে যায় ধর্ষকেরা। পরে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এর প্রতিবাদে ভারতসহ সারা বিশ্বে নিন্দার ঝড় ওঠে। এ ঘটনার জেরে ভারত সরকার ধর্ষণ আইন পরিবর্তন করে। আইন অনুযায়ী ধর্ষণের শিকার নারীর নাম প্রকাশ করা যাবে না। তাই তাকে প্রতীকী নামে ‘নির্ভয়া’ বলে ডাকা হতো। ধর্ষণের ঘটনার তিন বছর পুর্তিতে আয়োজিত জনসমাবেশে আশা সিং বলেন, ‘সবার সামনে আজ তার নাম বলতে আমার কোনো লজ্জা নেই। এই নিয়ে আমরা কোনো লজ্জাবোধ করি না। যারা এ রকম জঘন্য কাজ করেছে, তারা নিজেরাই ঘৃণা অনুভব করছে।’ ধর্ষণের ঘটনায় জড়িত থাকার সন্দেহে ওই ছয়জনকেই ২০১২ সালের ১৭ ডিসেম্বর গ্রেফতার করা হয়। মামলা চলাকালে একজন গলায় ফাঁস দিয়ে জেলের মধ্যেই আত্মহত্যা করেন। আসামিদের মধ্যে একজন কিশোর হওয়ায় তাকে তিনবছর সাজা দেওয়া হয়েছে। সে কিশোর সংশোধনাগারে সাজা ভোগ করবে। বাকি চারজনকে মৃত্যুদণ্ড দেন দিল্লির একটি দ্রুত বিচার আদালত। দিল্লির হাইকোর্টও ওই সাজা বহাল রাখেন। তবে চলতি বছরের জুনে সুপ্রিম কোর্ট রুল জারি করেন, তারা সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত ফাঁসি কার্যকর করা যাবে না।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*