দেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ১৮ ডিসেম্বর ।। গোটা রাজ্যে রাজনীতি তোলপাড় এমুহূর্তে বিধায়ক মনোরঞ্জন আচার্যের ঘটনায়। দল থেকে বহিষ্কৃত হয়েছেন পাশাপাশি গ্রেপ্তারের দাবীতে শুরু হয়েছে আন্দোলন। যাকে নিয়ে উত্তাল রাজনীতি – সেই মনোরঞ্জন বাবুকে “নিউজ আপডেট অব ত্রিপুরা ডট কম”-র তরফে যোগাযোগ করার চেষ্টা হয়েছিল, সৌভাগ্য বশত নেটওয়ার্কের ঝামেলা ছাড়াই ধরা গেছে মনোরঞ্জন আচার্যকে। “নিউজ আপডেট অব ত্রিপুরা ডট কম”-র তরফে প্রথমেই জিজ্ঞাসা করা হয় সংবাদ মাধ্যমে যে সব খবর আসছে সেখানে কি আপনার সঙ্গে যোগাযোগ করা হচ্ছে ? উত্তরে মনোরঞ্জন বাবু বলেছেন অবস্থার পরিপ্রেক্ষিতে যে যা খুশি লিখছে। তবে নৈতিক অধপতনের যে ঘটনার জন্য বহিস্কার করা হয়েছে তাতে ঘরের শত্রুরাই কলকাঠি নেড়েছে বলে জানান। মনোরঞ্জন আচার্য কারন দর্শানোর সুযোগ না দেয়ার প্রকারান্তরে সমালোচনা করেছেন দলের। “নিউজ আপডেট অব ত্রিপুরা ডট কম”-র তরফে প্রশ্ন করা হয়েছিল যে ঘর থেকে বিতারিত হয়েছেন, যদি কোনদিন শোধনের শেষে ফেরার সুযোগ হয় ফিরবেন ? উত্তরে মানসিক বিধ্বস্ততার ঘোরে রয়েছেন বোঝা গেছে – বলেছেন এমুহূর্তে বলা সম্ভব নয়। বিধায়ক পদ থেকে বহিষ্কৃত হয়ে বর্তমান প্রেক্ষাপট নিয়ে কিছু বলতে বলায় মনোরঞ্জন আচার্য “নিউজ আপডেট অব ত্রিপুরা ডট কম” কে জানান জল কতদূর গড়ায় সেই পরিস্থিতির দিকে লক্ষ্য রেখেই অতিবাহিত করছেন দিবস রজনী।
