আন্তর্জাতিক ডেস্ক ।। বিশ্বে এমন কোম্পানি কয়টা আছে। যেখানে ক্রিসমাস উপলক্ষ্যে প্রায় এক কোটি টাকা করে বোনাস প্রদান করে। আমেরিকার টেক্সাসের একটি কোম্পানি এ বছর ক্রিসমাস উপলক্ষ্যে ১,৪০০ জন কর্মকর্তা-কর্মচারীর সবাইকে ১,০০,০০০ মার্কিন ডলার বা ৭৮,০০০,০০ টাকা করে বোনাস দেয়ার ঘোষণা দিয়েছে। হিলকর্প এনার্জি নামের তেল-গ্যাস উত্তোলক ব্যক্তিমালিকানাধীন কোম্পানিটি এ বছর কর্মীদের বোনাস প্রদানের জন্য মোট ১০০ মিলিয়ন ডলার ব্যয় করার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানি তার বার্ষিক আয়ের লক্ষ্যমাত্রা অতিক্রম করায় এই বিশাল অঙ্কের বোনাস প্রদান করছে বলে উর্দ্ধতন এক কর্মকর্তা জানিয়েছেন। কোম্পানিটির মালিক জেফরি হিল্ডেব্রান্ড নামের জনৈক এক মার্কিন ধনকুবের। ১৯৮৯ সালে প্রতিষ্ঠিত কোম্পানিটি ফরচুন পরিচালিত জরিপে ‘বিশ্বের সেরা কোম্পানি’র তালিকায় ২০ তম স্থান লাভ করেছে। একই প্রতিষ্ঠানের জরিপে ‘সেরা কাজের জায়গা’ হিসেবেও শীর্ষ ১০ এ জায়গা করে নিয়েছে হিলকর্প এনার্জি।