ভারতীয় দলে ফিরলেন যুবরাজ-নেহরা

hrখেলাধুলা ডেস্ক ।। হারিয়েই গিয়েছিলেন যুবরাজ সিং ও আশিষ নেহরা। মনে হচ্ছিল জাতীয় দলে আর ফেরা হবে না। কিন্তু ঘরোয়া ক্রিকেটে ভাল খেলার পুরস্কার পেলেন তিনি। আসন্ন অস্ট্রেলিয়া সিরিজের টি-টুয়েন্টি দলে জায়গা পেয়েছেন এই দু’জন। টি-টুয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে অভিজ্ঞ দল গঠনের লক্ষ্যে যুবরাজ ও নেহরাকে জাতীয় দলে ফেরানো হয়। শনিবার দল ঘোষণায় ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক সন্দীপ পাতিল এ কথা জানান। তবে ভাগ্য খারাপ সুরেশ রায়নার। অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে জায়গা পাননি তিনি। তবে টি-টুয়েন্টি দলে জায়গা ধরে রেখেছেন তিনি। হরভজন সিংও শুধু টি-টুয়েন্টি দলে জায়গা পান। এদিকে ভারতের ওয়ানডে দলে প্রথমবারের মতো জায়গা পান ব্রেন্ডার স্রান। পাঞ্জাবের ২৩ বছর বয়সী এই বাঁ-হাতি পেসার ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফরম্যান্স দিয়ে জাতীয় দলে জায়গা করে নেন। হিমাচল প্রদেশের অলরাউন্ডার রিশি ধাওয়ানও প্রথমবারের মতো ওয়ানডে দলে মাঠে নামার অপেক্ষায় রয়েছেন।ভারতের হয়ে সর্বশেষ গত বছরের এপ্রিলে টি-টুয়েন্টি বিশ্বকাপের ফাইনালে অংশ নেন যুবরাজ সিং। আর ওয়ানডে খেলেন ২০১৩ সালের ডিসেম্বরে। এরপর থেকেই জাতীয় দলে ‘ব্রাত্য’ হয়ে পড়েন তিনি। সাম্প্রতিক সময়ে ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে ফের জাতীয় দলে জায়গা করে নিলেন এই ভারতীয় অলরাউন্ডার। আর আশিষ নেহরার তো জাতীয় দলের হয়ে খেলার স্বপ্ন ছেড়ে দেয়ারই কথা। চার বছর আগে ২০১১ সালের জুনে সর্বশেষ ভারতের হয়ে খেলেন তিনি। চমক হিসেবে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজের দলে জায়গা করে নেন এই বাঁ-হাতি পেসার। ঘরোয়া ক্রিকেটের অসাধারণ পারফরম্যান্সই তাকে জাতীয় দলে জায়গা করে দিয়েছে বলে প্রধান নির্বাচক জানান। প্রসঙ্গত, আগামী বছরের ১২ জানুয়ারি থেকে ভারতীয় ক্রিকেট দলের অস্ট্রেলিয়া সফর শুরু হতে যাচ্ছে। সফরে ৫ ওয়ানডে ও ৩ টি-টুয়েন্টি সিরিজ খেলবে দুই দল। ১২ জানুয়ারি পার্থের ওয়াকা গ্রাউন্ডে ওয়ানডে দিয়ে সিরিজ শুরু হবে। চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত।

ভারতের ওয়ানডে দল: শিখর ধাওয়ান, রোহিম শর্মা, আজিঙ্কা রাহানে, মনিশ পাণ্ডে, মহেন্দ্র সিং ধোনি, রবিচন্দ্রন অশ্বিন, রবিন্দ্র জাদেজা, মোহাম্মদ সামি, অক্ষর প্যাটেল, ইশান্ত শর্মা, উমেশ যাদব, গুরকিত সিং, রিশি ধাওয়ান ও ব্রেন্ডার স্রান।

ভারতের টি-টুয়েন্টি দল: শিখর ধাওয়ান, রোহিম শর্মা, আজিঙ্কা রাহানে, মনিশ পাণ্ডে, মহেন্দ্র সিং ধোনি, সুরেশ রায়না, যুবরাজ সিং, রবিচন্দ্রন অশ্বিন, রবিন্দ্র জাদেজা, মোহাম্মদ সামি, হরভজন সিং, উমেশ যাদব, হারদিক প্যাটেল, ভুবনেশ্বর কুমার ও আশিষ নেহরা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*