দেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ১৯ ডিসেম্বর ।। জয়নগরস্থিত ডঃ বি আর আম্বেদকর স্কুলে আয়োজিত হচ্ছে রাজ্যভিত্তিক ৩৪তম যোগাসন প্রতিযোগীতা। জয়নগরস্থিত নবদিগন্ত সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা এবং ত্রিপুরা রাজ্য যোগা এসোসিয়েশন যৌথ ভাবে ৩৪তম রাজ্যভিত্তিক প্রতিযোগীতার দু’দিনের আসরের শনিবার অয়ানুষ্ঠানিক উদ্বোধন করেছেন রাজ্যের মূখ্যমন্ত্রী মানিক সরকার। উপস্থিত ছিলেন রাজ্য যোগা এসোসিয়েশন এবং নবদিগন্তের কর্মকর্তারা। ৩৪তম রাজ্যভিত্তিক যোগাসন প্রতিযোগীতায় রাজ্যের বিভিন্ন প্রান্তের ২০টি সাব-ডিভিশনের প্রায় ২০০ জন অংশ নেয় বলে জানিয়েছেন আয়োজক কমিটির কর্মকর্তারা। ৩৪তম রাজ্যভিত্তিক যোগাসন আসরে উপস্থিত ছিলেন ত্রিপুরা ক্রীড়া পর্ষদের সচিব দিলীপ চক্রবর্তী, নবদিগন্ত সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার সভাপতি পার্থ দত্ত, ত্রিপুরা যোগা এসোসিয়েশনের সভাপতি রুপেন কুমার ভৌমিক সহ অন্যান্যরা।