নির্ভয়ার প্রতি অবিচার করা হয়েছে : হেমা

hmতারায় তারায় ডেস্ক ।। বিচার নাকি প্রহসন- নির্ভয়া কাণ্ডে যখন নাবালক দোষী সাবস্ত হলো। আর এই নাবালকই এখন মুক্তি পেতে চলেছে। তখন এ প্রশ্ন তুললেন অভিনেত্রী তথা বিজেপি সাংসদ হেমামালিনী৷ নাবালকের মুক্তি পাওয়ার ঘটনায় ক্ষুব্ধ হেমা বলেন, বড়দের মতো দোষ করেও নাবালক হওয়ার সুবাদে দোষীর এই মুক্তি পাওয়ার আসলে ট্র্যাজেডি৷ দিল্লি নির্ভয়া কাণ্ডে সাজাপ্রাপ্ত এই নাবালক দোষী মুক্তি পেতে চলেছে ২০ ডিসেম্বর৷ নাবালক হওয়ার জন্যই তার এই মুক্তির সমালোচনায় সারা দেশ৷ দিল্লির মহিলা কমিশন এ বিষয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছে৷ উচ্চ ন্যায়ালে মধ্যরাতে শুনানির সম্ভবনা প্রবল৷ সারা দেশ জুড়েই যখন বিরুদ্ধ সমালোচনার ঝড় বইছে, তখন চুপ থাকেননি মথুরার সাংসদ৷ ‘এই সিদ্ধান্তে কি নির্ভয়ার প্রতি সুবিচার করা হল’-এ প্রশ্ন তুলেছেন তিনি৷ তার বাবা-মার প্রতিও যে অবিচার করা হল এমনই মত তার৷ বড়দের মতো অপরাধ করেও শুধু বয়সে ছোট হওয়ার কারণে দোষীর মুক্তি হওয়ার ঘনাকে ট্র্যাজিক বলেই আখ্যা দিলেন হেমামালিনী৷ বিচারব্যবস্থার এই সিদ্ধান্তে যে তিনি হতাশ তা স্পষ্ট করেই জানিয়ে দিয়েছেন৷ বলেছেন, এই বিচার নাবালকদের বাড়তি সুবিধা দিল৷ আইনের হাত থেকে কীভাবে মুক্তি পাওয়া যায়, তাইই যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া হল তাদের৷ সেই সঙ্গে তিনি জানিয়েছেন, আদৌ এই অপরাধী জীবনে নিজেকে সংশোধিত করতে পারবে কি না, সে উত্তর শুধু সময়ই দিতে পারে৷

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*