নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ ডিসেম্বর ।। আমরা বাঙ্গালী, আঙ্গিকা সমাজ, মিথিলা সমাজ, নাগপুরী সমাজ, কাশ্মিরী সমাজ, উর্দু সমাজ, লাদাকী সমাজ এরকম ভারতে মোট ৪৪টি স্বয়ং-সম্পূর্ণ সামাজিক অর্থনৈতিক অঞ্চল গঠন করার দাবী নিয়ে শনিবার রাজধানীর শকুন্তলা রোডে আমরা বাঙ্গালীর তরফে এক সভার আয়োজন করা হয়। ভারতকে মূলত জাতের ভিত্তিতে ভাগাভাগি করার প্রস্তাব নিয়ে তাদের এই সভা ছিল। সভায় উপস্থিত ছিলেন আমরা বাঙ্গালীর কেন্দ্রীয় সচিব মুকুল রায়, সভার সভাপতি রাখাল রায় দত্ত সহ দলের নেতৃবৃন্দরা।