নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ ডিসেম্বর ।। সব ভোটেই কিছু কিছু আসন কিংবা এলাকার প্রতি বিশেষ দৃষ্টি থাকে সব মহলের। সদ্য সমাপ্ত আগরতলা পুর নিগমের নির্বাচনের সব শেষ স্কোর ছিল ৪৫-৪। তবে এত ভরাডুবির মাঝেও বরাবরের কংগ্রেস দখলে থাকা ২৯নং ওয়ার্ড ৩৯নং হলেও জোর লড়াই করে পুনরায় কংগ্রেস জয় হাসিল করে নেয়। রবিরার, ৩৯নং ওয়ার্ডের ভোটারদের অভিনন্দন জানিয়ে কংগ্রেসের উদ্যোগে ৩৯নং ওয়ার্ডে মিছিল সংগঠিত করে। মিছিলে অংশ নেয় ২৯নং ওয়ার্ড পরিবর্তন হওয়া ৩৯নং ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলার জয়ন্ত চৌধুরী, নব নির্বাচিত ৩৯নং ওয়ার্ডের কাউন্সিলার সম্পা সরকার (চৌধুরী) সহ এলাকার কংগ্রেস সভ্য সমর্থকরা।