নিউজিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ শ্রীলঙ্কা

Untitled-1খেলাধুলা ডেস্ক ।। সিরিজের দ্বিতীয় টেস্টে হ্যামিল্টনেও পরাজয় আটকাতে পারল না সফরকারী শ্রীলঙ্কা। বোলারদের নৈপুণ্যে ম্যাচে ফিরলেও শেষপর্যন্ত ৫ উইকেটের হারই মিলেছে। টেস্টের চতুর্থ দিনে ১৮৯ রানের লক্ষ্য ছুঁতে আর কোন উইকেট হারায়নি নিউজিল্যান্ড। এর আগে তৃতীয় দিনে ৫ উইকেট হারিয়ে খানিকটা শঙ্কা জাগিয়েছিল স্বাগতিকরা। এতে দুই টেস্টের সিরিজে শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করল নিউজিল্যান্ড। প্রথম টেস্টে ডানেডিনে ১২২ রানে জিতেছিল কিউইরা।
সোমবার সেডন পার্কে ৫ উইকেটে ১৪২ রানে নেমে প্রথম সেশনেই প্রয়োজনীয় ৪৭ রান তুলে ফেলে নিউজিল্যান্ড। আগের দিনের অপরাজিত ব্যাটসম্যান কেন উইলিয়ামসন এদিন ১০৮ রানে ম্যাচ শেষ করেই মাঠ ছেড়েছেন। তার সঙ্গী বিজে ওয়াটলিং অপরাজিত ছিলেন ১৩ রানে। শ্রীলঙ্কার হয়ে দুশমান্থা চামিরা ৪টি উইকেট নিয়েছেন। প্রথম ইনিংসে ৫ উইকেট নিয়েছিলেন এ লঙ্কান। ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার উঠেছে জয়ী দলের ব্যাটসম্যান উইলিয়ামসনের হাতে।
এর আগে নিজেদের প্রথম ইনিংসে শ্রীলঙ্কার জমা করা ২৯২ রানের পিঠে ২৩৭ রানে ইনিংস শেষ করেছিল নিউজিল্যান্ড। পরে ৫৫ রানের লিড পাওয়া লঙ্কানরা দ্বিতীয় ইনিংসে মাত্র ১৩৩ রানে গুটিয়ে যায়। এতে ১৮৯ রানের সহজ লক্ষ্যই পায় নিউজিল্যান্ড।
নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা এখন ৫ ম্যাচ ওয়ানডে ও ২ ম্যাচ টি-টুয়েন্টির সিরিজে লড়বে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*