আন্তর্জাতিক ডেস্ক ।। চীনের দক্ষিণাঞ্চলীয় শহর শেনঝেনে রোববার সন্ধ্যায় ভূমিধসের ফলে একটি শিল্পাঞ্চলের ৩৩টি ভবন ধসে পড়েছে। সোমবার সকাল পর্যন্ত ওই ভবনগুলোতে থাকা অন্তত ৯১ জন নিখোঁজ রয়েছেন। ভূমিধসের পরপরই ওই শিল্পাঞ্চল থেকে প্রায় ৯০০ লোককে সরিয়ে নেওয়া হয়েছে। বিবিসির খবরে বলা হয়েছে, কয়েকশ নিরাপত্তা কর্মী নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছে। নিখোঁজদের মধ্যে ৫৯ পুরুষ ও ৩২ নারী রয়েছেন। উদ্ধার অভিযান ত্বরান্বিত করতে চারটি ড্রোন, ৩০টি প্রশিক্ষিত কুকুর ও বেশ কয়েকটি ক্রোন ব্যবহার করা হচ্ছে। ঘটনাস্থলে একটি উদ্ধার অভিযান কমান্ড সেন্টার ও তিনটি চিকিৎসা শিবির স্থাপন করা হয়েছে।
শেনঝেনের জরুরি ব্যবস্থপনা বিভাগের অফিস জানিয়েছে, হংকংয়ের সীমান্তবর্তী গুয়াংডং প্রদেশের দক্ষিণাঞ্চলের ৩ লাখ ৮০ হাজার বর্গকিলোমিটার এলাকার বিশাল অংশ ১০ মিটারের বেশি মাটিতে ঢেকে গেছে। ভূমিধসের কারণ প্রসঙ্গে চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, প্রাকৃতিক গ্যাসলাইনে বড় ধরনের বিস্ফোরণের ফলে ভূমিধসের ঘটনা ঘটে। কর্মীরা গ্যাসলাইনের প্রায় ৪০০ মিটারের মতো ক্ষতিগ্রস্ত পাইপ পরিষ্কার এবং মেরামতে চেষ্টা করছেন।