আন্তর্জাতিক ডেস্ক ।। কমেডিয়ান স্টিভ হার্ভেকে এতটা হতভম্ব আগে কখনো দেখায়নি। রোববার সন্ধ্যাটি ছিল তার জীবনের বাজে মুহূর্তগুলোর একটি। কারণ ভুল মানুষকে মিস ইউনিভার্স হিসেবে ঘোষণা করেছিলেন তিনি। মিস ফিলিপাইনের বদলে মুকুট জয়ী হিসেবে স্টিভ ঘোষণা দেন মিস কলম্বিয়ার নাম। আর ভুল সংশোধনের পর মুহূর্তে পাল্টে যায় উপস্থাপক ও প্রতিযোগীদের চেহারা। ক্ষমা চেয়ে স্টিভ বলেন, প্রথম রানার আপ হলেন কলম্বিয়া। হার্ভে ভুল সংশোধনের পর ক্যামেরা স্থির হয় মিস ফিলিপাইনে পিয়া আলোনজো উরজবাকের ওপর। চেহারা বলে দেয় কতটা হতবাক হয়েছেন তিনি। এরপর পাশের প্রতিযোগী তাকে ধাতস্থ করার চেষ্টা করেন। যেন সাহস সঞ্চার করেই মঞ্চে পা রাখেন। কিন্তু চেহারার ভাব পাল্টাতে সময় লেগেছে বেশ। ওই সময় মঞ্চে ছিলেন মিস কলম্বিয়া আরিয়াদনা গুতিইয়েরেজ।
লাসভেগাসের হলিউড প্লানেট রিসোর্ট ও ক্যাসিনো থেকে অনুষ্ঠানটি ফক্সসহ বিশ্বের একাধিক টেলিভিশন চ্যানেলে সরাসরি প্রচার হয়। এর পরপরই ভিডিওটি অনলাইনে ভাইরাল হয়ে ওঠে। হার্ভে জানান, গুতিইয়েরেজের নামই লেখা ছিল কার্ডে। তারপরও তিনি দুঃখিত। টুইটারেও তিনি একই বার্তা দেন। এ বিষয়ে আয়োজকদের পক্ষ থেকেও ক্ষমা চাওয়া হয়েছে।