গোপাল সিং, খোয়াই, ২১ ডিসেম্বর ।। গনউচ্ছ্বাসকে সঙ্গী করে আরও উন্নততর শহর গড়ার অঙ্গীকার বদ্ধ হলেন খোয়াই পুর পরিষদের নব্য সদস্য-সদস্যারা। রবিবার হল শপথ গ্রহন অনুষ্ঠান। খোয়াই পুর পরিষদের ১৫ জন সদস্যদের শপথ বাক্য পাঠ করালেন জেলা শাসক এন.ডার্লং। কাউন্সিলার মেম্বার হিসাবে শপথ নিলেন পিয়ালি ভট্টাচার্য্য, চন্দন দাস ও অনিমেষ রায়। পুর চেয়ারপার্সন ও ভাইস-চেয়ারপার্সন পদে মনোনিত হলেন শুক্লা সেনগুপ্তা ও কানন দত্ত। শুক্লা সেনগুপ্তাচেয়ারপার্সন পদে পুনর্বহাল থাকলেও দীর্ঘদিন যাবত নগর পঞ্চায়েতের চেয়ারপার্সন ও পরবর্তী সময় পুর পরিষদের ভাইস-চেয়াপার্সন পদে থাকা পুর খাওয়া সিপিআই(এম) নেতৃত্ব সুখেন্দু বিকাশ দে’র স্থালাভিষিক্ত হলেন ১০নং ওয়ার্ডের বিজয়ী বাম প্রার্থী তথা গত পুর বোর্ডের কাউন্সিলার কানন দত্ত। রবিবার খোয়াই শ্রীনাথ বিদ্যানিকেতন ময়দানে শপথ গ্রহন অনুষ্ঠান শেষে নতুন পুর সদস্য-সদস্যাদের সম্বর্ধিত করা হয়। এরপর একে একে বক্তব্য রাখেন প্রাক্তন ভাইস চেয়ারপার্সন সুখেন্দু বিকাশ দে, খোয়াই জিলা পরিষদের সহ-সভাধিপতি বিদ্যুৎ ভট্টাচার্য্য, বিধায়ক পদ্মকুমার দেববর্মা, এবং শেষে মুল্যবান বক্তব্য রাখেন বিধাসনভার মুখ্য সচেতক তথা বিধায়ক সমীর দেবসরকার। একদিকে বিদায়ী পুর ভাইস-চেয়ারপার্সন সুখেন্দু বিকাশ দে সাধারন মানুষকে ভুলে না গিয়ে তাদের পাশে থাকার পরামর্শ দিলেন নব নিযুক্ত পুর সদস্য-সদস্যাদের। অন্যদিকে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে দাঁড়িয়ে সমীর দেবসরকার বললেন, বিরোধীদের ভোট বয়কটের পরিপ্রেক্ষিতে সাধারন মানুষ যোগ্য জবাব দিয়ে ঝামা ঘষে দিয়েছেন খুব ভাল করে। এত বিশাল জনসমর্থনের পরও কিছু মানুষ এখনো মুখ ঘুরিয়ে রয়েছেন। নব সদস্যদের আরও বেশী করে তাদের পাশে যাবার পরামর্শ দিলেন তিনি। নৃপেন চক্রবর্তী, দশরথ দেব, বীরেন দত্ত, বিদ্যা দেববর্মার নীতি-আদর্শে চলার জন্য অনুপ্রাণিত করলেন। পাশাপাশি খোয়াইতে সঠিক বিরোধী দলের আশা ব্যাক্ত করলেন। ত্রুটি ধরিয়ে দিলে সংশোধনের প্রতিশ্রুতিও দিলেন। প্রয়োজনে গঠনমুলক সমালোচনা করুন, বললেন সমীর দেবসরকার। ব্যাপক অংশের মানুষের উপস্থিতিতে শপথ গ্রহনের মধ্য দিয়েই রবিবার থেকে নতুন পথ চলার অঙ্গীকারবদ্ধ হলেন, বক্তাদের আলোচনার মধ্য দিয়ে নতুন দিশা পেলেন খোয়াই পুর পরিষদের নতুন সদস্য-সদস্যারা।