নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ ডিসেম্বর ।। বড়দিন উপলক্ষে রাজ্যপাল তথাগত রায় রাজ্যবাসীকে বিশেষ করে খ্রীষ্টান সম্প্রদায়ের মানুষদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। এক শুভেচ্ছা বার্তায় রাজ্যপাল বলেছেন, যীশু খ্রীষ্টের জন্মদিন উপলক্ষ্যে পালিত বড়দিন হচ্ছে শ্রদ্ধা ও উদারতা প্রকাশের দিন। বিভিন্ন সম্প্রদায় ও ধর্মীয় গোষ্ঠীর মধ্যে রাজ্যবাসী এদিন যেন শ্রদ্ধা ও সহিষ্ণুতার পরিবেশ গড়ে তোলে।
এদিকে রাজ্যের মূখ্যমন্ত্রী মানিক সরকারও আগামী ২৫শে ডিসেম্বর যীশু খ্রীষ্টের জন্মদিনকে কেন্দ্র করে পালিত বড়দিন উপলক্ষ্যে সমস্ত ত্রিপুরাবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। এক শুভেচ্ছা বার্তায় রাজ্যের মূখ্যমন্ত্রী রাজ্যবাসীকে বিশেষ করে খ্রীষ্টান সম্প্রদায়ের মানুষদের শুভেচ্ছা বার্তা জানিয়েছেন।