নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ ডিসেম্বর ।। রাজ্যে প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষক নিয়োগের জন্য প্রথম টেট পরীক্ষা অনুষ্ঠিত হয় ২১ ডিসেম্বর। রাজ্যের ৮টি জেলার আগরতলা, উদয়পুর, বেলোনীয়া, খোয়াই, সোনামুড়া, কমলপুর, কৈলাশহর এবং ধর্মনগর শহরে টেট পরীক্ষা হয়। সোমবার, আগরতলার এম বি বি কলেজে দুই পর্যায়ে পরীক্ষা চলে। প্রথম পর্বে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত স্তরে শিক্ষকতার জন্য সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এবং দ্বিতীয় পর্বে ৬ষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষকতার জন্য দুপুর ১টা থেকে বিকেল ৩টা ৩০মিনিট পর্যন্ত পরীক্ষা নেয়া হয়। শিক্ষকের চাকুরীর জন্য টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড ত্রিপুরার (TRBT) টেট পরীক্ষায় প্রথম উপলব্ধি পরীক্ষার্থীদের জন্য বলাই বাহুল্য।