নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ ডিসেম্বর ।। শঙ্কা ছিল কংগ্রেসের জয়ী প্রার্থীরা শপথ নেবেন কিনা, অবশেষে গণতন্ত্রের সর্বধর্ম সমন্বয়ের চিত্র দেখা গেছে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে। এখানেই গণতন্ত্রের সার্থকতা। সোমবার, আগরতলা পুর নিগমের ৪৯ জন নব নির্বাচিত পারিষদ, মেয়র, ডেপুটি মেয়র, মেয়র-ইন-কাউন্সিলের সদস্য-সদস্যাগণ রবীন্দ্র শতবার্ষিকী ভবনে শপথ গ্রহণ করেন। পশ্চিম ত্রিপুরার জেলা শাসক ডঃ মিলিন্দ রামটেকে একে একে আগরতলা পুর নিগমের ৪৯ জন নব নির্বাচিত পারিষদকে শপথ বাক্য পাঠ করান। তারপর নির্বাচিত আগরতলা পুর নিগমের মেয়র ডঃ প্রফুল্লজিৎ সিনহা, ডেপুটি মেয়র সমর চক্রবর্তী, মেয়র-ইন-কাউন্সিলের সদস্য অভিজিৎ ভট্টাচার্য, ফুলন ভট্টাচার্য, কৃষ্ণা মজুমদার, বুল্টি বিশ্বাস, বিশ্বজিৎ দেব, জয়া বিশ্বাস, মিঠু শীল ও বিশ্বনাথ সাহাকে শপথ বাক্য পাঠ করান নগরোরন্নয়ন দপ্তরের প্রধান সচিব এস কে রাকেশ। শপথ বাক্য পাঠ করার পর আগরতলা পুর নিগমের মেয়র ডঃ প্রফুল্লজিৎ সিনহার সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন নগরোরন্নয়ন দপ্তরের মন্ত্রী মানিক দে, বিধানসভার উপাধক্ষ পবিত্র কর, ডেপুটি মেয়র সমর চক্রবর্তী, পারিষদ রত্না দত্ত ও নগরোরন্নয়ন দপ্তরের অধিকর্তা আংশুমান দে।