খেলাধুলা ডেস্ক ।। আবারো ঢাকায় বসতে যাচ্ছে এশিয়া কাপ ক্রিকেট। এই নিয়ে টানা তৃতীয় বার আয়োজক হচ্ছে বাংলাদেশ। এবারের আসরে অংশ নেবে ৫টি দেশ। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলংকার পাশাপাশি আরো একটি আইসিসির সহযোগী দেশ অংশ নেবে। এশিয়া কাপ আসর শুরু হবে ২৪ ফেব্রুয়ারি আর শেষ হবে ৬ মার্চ। এশিয়া কাপের ভেন্যু হিসেবে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামসহ থাকছে নারায়ণগঞ্জের ফতুল্লা স্টেডিয়ামও। এশিয়া কাপের মূল পর্বের আগে আইসিসির সহযোগি চার দেশ, আফগানিস্তান, হংকং, ওমান ও সংযুক্ত আরব আমিরাতকে নিয়ে হবে বাছাই পর্বের লড়াই। যা শুরু হবে ১৯ ফেব্রুয়ারি। এদের মধ্যে বিজয়ী দল এশিয়া কাপের মূল পর্বে খেলবে।
আগামী বছর ভারতে বসবে টি-টুয়েন্টি বিশ্বকাপ। তাই এবারের এশিয়া কাপ হবে টি-টুয়েন্টি ফরম্যাটে। কিন্তু পরের এশিয়া কাপ ২০১৮ সালে আবারো ৫০ ওভারে ফিরে যাবে।